সিনিউজ ডেস্ক: আইসিটি ইনফা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভ.পাস-২ প্রজেক্টের আওতায় সারাদেশে সরকারী কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণের অংশ হিসেবে আজ বাংলাদেশ জাতীয় সংসদের কর্মকর্তাদের জন্য ট্যাবলেট পিসি প্রদান করা হয়। আজ সকালে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবনস্থ কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক স্পীকারের নিকট ১৪৫ টি ট্যাবলেট পিসি হস্তান্তর করেন।
ট্যাব বিতরণের পর এক প্রতিক্রিয়ায় মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, “সরকারি কাজে আরো গতিশীলতা আনতে এবং ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে ত্বরাণি¦ত করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এই ট্যাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া, আইসিটি ইনফা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভ.পাস-২ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব সাইফুল ইসলামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।