সিনিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসে মানবিকতা ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী ও বৃহৎ উদ্যোগ নিয়েছে বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলডান। জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের সাথে যৌথভাবে পরিচালিত এই উদ্যোগে গিলডানের শতাধিক কর্মী সরাসরি অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির আওতায় মোট ৩,৫০০টি ইফতার প্যাকেট বিতরণ করা হয় দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে। ১৭ মার্চ ঢাকার গুলশানে, ১৯ মার্চ চট্টগ্রামের একে খান রোডে এবং ২১ মার্চ সাভারে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি ইফতার প্যাকেটে ছিল ভারী খাবার, খেজুর, বড়ই, কলা, দই ও পানি—যা নিম্নআয়ের পরিবার, দিনমজুর এবং আর্থিকভাবে অসচ্ছ্বল রোজাদার ব্যক্তিদের জন্য একটি পরিপূর্ণ ও স্বাস্থ্যকর ইফতারের ব্যবস্থা নিশ্চিত করেছে।
এই কর্মসূচির সফল বাস্তবায়নে গিলডানের ৩৫০ জনের বেশি কর্মী এবং জাগো ও ভলান্টিয়ার্স ফর বাংলাদেশের ৯৫ জন স্বেচ্ছাসেবক একযোগে কাজ করেছেন। তারা শুধু ইফতার বিতরণেই সীমাবদ্ধ ছিলেন না, বরং মানুষের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের মাঝে ছড়িয়ে দিয়েছেন মানবিকতার বার্তা, যা পারস্পরিক সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার চেতনাকে জাগ্রত করেছে।
রমজান মাস সহানুভূতি ও উদারতার প্রতীক। গিলডান, জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার্স ফর বাংলাদেশের এই উদ্যোগ, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকার একটি উদাহরণ হয়ে থাকবে। গিলডানের এমন মানবিক পদক্ষেপকে জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ আন্তরিক কৃতজ্ঞতা জানায়। এই উদ্যোগটি কর্পোরেট স্বেচ্ছাসেবিতার ইতিবাচক প্রভাব তুলে ধরে একটি অনুপ্রেরণামূলক উদাহরণ সৃষ্টি করবে, যা কর্মক্ষেত্রে সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।