বাংলাদেশ আইসিটি বিভাগের আইডিয়া প্রোজেক্ট স্টার্টআপ ‘ক্রিয়েটিনো’ এর সাথে জনসংযোগ বিশেষজ্ঞ এরশাদুল হক টিংকুর দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হল। গতকাল রবিবার সকালে অনাড়ম্বর এ আয়োজনে উপস্থিত ছিলেন ক্রিয়েটিনোর প্রতিষ্ঠাতা সিইও বি এম বেনজীর আহম্মেদ এবং সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও শোয়েব আহমেদ সবুর।
ক্রিয়েটিনো একটি সৃজনশীল বাজারক্ষেত্র, যার মাধ্যমে সৃজনশীল পেশার মানুষ ও কোম্পানি বা এজেন্সি তাদের পণ্য বা সেবা বিক্রি করতে পারবেন। এ চুক্তির মাধ্যমে এরশাদুল হক টিংকু ক্রিয়েটিনোর হয়ে, বিশেষত, মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন। পাশাাপশি, স্থপতি, চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট রাইটার/ ক্রিয়েটর, ফটোগ্রাফার বা অন্য যে কোনো সৃজনশীল পেশাজীবি ক্রিয়েটিনোর প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের স্ব স্ব সেবা বা পণ্য বিক্রি করতে পারবেন।