সিনিউজ ডেস্ক: গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রী আই RAPTOR LAKE REFRESH প্রজন্মের ইন্টেল কোর থ্রী (83KD000QLK) ল্যাপটপ যা আধুনিক প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং স্টাইলিশ ডিজাইনের এক অনন্য সংমিশ্রণ।
১৫.৩ ইঞ্চি WUXGA IPS 300 Nits ডিসপ্লে বিশিষ্ট এই ল্যাপটপটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার যা ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখবে। ল্যাপটপটিতে রয়েছে Windows Hello ফেসিয়াল রিকগনিশন ,ওয়াই-ফাই সিক্স ই,ব্লুটুথ ৫.২,2Wx2 ডলবি অডিও, ফুল এইচডি আইআর ১০৮০পি ক্যামেরা, , এসডি কার্ড রিডার সহ আরও নানা ফিচার।এই ল্যাটপটিতে রয়েছে ৪.৭ গিগাহার্জ ক্ষমতা সম্পন্ন ইন্টেল কোর থ্রী ১০০ইউ প্রসেসর,৮জিবি ডিডিআরফাইভ ৪৮০০ র্যাম ,৫১২ জিবি এসএসডি এবং ৫০ ওয়াট আওয়ারের ব্যাটারি যা দ্রুত পারফরম্যান্স, মাল্টিটাস্কিং এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ প্রদান করে।
নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি MILITARY GRADE-STD-810H টেস্টেড অর্থাৎ এটি বালি,কম্পন, ধূলো,তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে। এছাড়া আইআর ক্যামেরা ও TPM 2.0 ফার্মওয়্যার সিকিউরিটি চিপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে।ল্যাপটপটি পাওয়া যাবে লুনা গ্রে কালারে।
২বছরের ওয়্যারেন্টিসহ এই পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর অনুমোদিত সকল ডিলার হাউজে।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01977476499