সিনিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক গত ২০শে ফেব্রুয়ারি, ২০২২ সারাদেশে মার্চেন্ট পেমেন্ট পরিষেবা বিস্তৃত করার লক্ষ্যে প্রথমবারের মতো হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকুয়ারার হিসেবে এসএসএলকমার্জ-কে একক ভাবে অনাপত্তিপত্র সনদ (NOC) এবং লাইসেন্স প্রদান করেছে।
WLAMA লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, নন-ব্যাংকিং প্রাইভেট সংস্থাগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য মার্চেন্ট পেমেন্ট সার্ভিস এবং এটিএম পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের অনুমতি প্রদান করে। আর্থিক অন্তর্ভুক্তির জন্য এই ঐতিহাসিক পদক্ষেপ আমাদের দেশকে একটি নগদবিহীন সমাজে রূপান্তরিত করতে সাহায্য করবে যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ ব্যাংক অফিস প্রাঙ্গণে এসএসএলকমার্জ- এর পক্ষ থেকে গ্রুপ উপদেষ্টা জনাব আহমেদ কামাল খান চৌধুরীর কাছে অনাপত্তিপত্র সনদটি হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংক-এর পেমেন্ট সিস্টেম বিভাগের উপ-মহাব্যবস্থাপক মিস রাফেজা আক্তার কান্তা। এনওসি হস্তান্তরের সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
1 Comment
Undeniably believe that which you stated. Your favorite reason appeared to be on the net the easiest thing to
be aware of. I say to you, I certainly get annoyed while people consider
worries that they plainly don’t know about. You managed to hit the nail upon the top as well as
defined out the whole thing without having side-effects , people can take a signal.
Will probably be back to get more. Thanks
Also visit my webpage: ความรู้ออนไลน์