সিনিউজ ডেস্ক : ২০১৪ –ক্যাসপারস্কি ল্যাব এবং ইন্টারপোল বিগত আগস্ট ২০১৩ থেকে জুলাই ২০১৪ সময় কালের মধ্যে “মোবাইল সাইবার থ্রেটস”-এর উপর একটি যৌথ জরিপ পরিচালনা করে। এতে দেখা যায় ক্যাসপারস্কি ল্যাবের সিকিউরিটি সফ্টওয়্যার গুলোতে রেজিস্ট্রিকৃত অ্যান্ড্রয়েড-ভিত্তিক ডিভাইস সমূহের শত করা ষাট ভাগ ক্ষেত্রে এসবের মালিকদের টাকা চুরির জন্য ম্যালিসিয়াস প্রোগ্রাম গুলো আক্রমন করেছে। জালিয়াত চক্র বেশির ভাগ ক্ষেত্রে রাশিয়ার ব্যবহারকারীদেরকে নিশানা করলেও ইউক্রেন, স্পেন, যুক্তরাজ্য, ভিয়েতনাম, মালয়েশিয়া, জার্মানি, ভারত ও ফ্রান্সের ব্যবহারকারীরাও তাদের আক্রমণের সম্মুখীন হয়েছেন।
http://media.kaspersky.com/pdf/Kaspersky-Lab-KSN-Report-mobile-cyberthreats-web.pdf.
এবং নিচেরলিংকটি’রওয়েবসাইটেগিয়েও এ সংক্রান্তবিস্তারিততথ্যজানাযাবে:
http://www.kaspersky.com/about/news/virus/2014/sixty-per-cent-of-Android-attacks-use-financial-malware.