সিনিউজ ডেস্ক: গত বছরের সফল আয়োজনের ধারাবাহিতকতায় এবারও আসছে দেশ ও প্রবাসের খ্যাতিমান ও সফল নারীদের সম্মানিত করার আয়োজন- ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা’র সিজন-টু। দেশের শীর্ষস্থানী বিজনেস ম্যাগাজিন অর্থকন্ঠের আয়োজনে আসছে ১২ এপ্রিল, ২০২৫ শনিবার রাজধানীর শেরাটন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজ নিজ ক্ষেত্রে খ্যাতিমান ও সফল নারী ২০ নারীকে প্রদান করা হবে স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৫। নারী দিবস উপলক্ষে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান করা হলেও পবিত্র মাহে রমজানের কারণে এ বছর অনুষ্ঠানের সময় পিছিয়ে আনা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি একইসঙ্গে সাপ্তাহিক অর্থকন্ঠের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
উল্লেখ্য ২০২৪ সালে স্বপ্নজয়ী নারী সম্মাননার প্রথম সিজনেও ২০ স্বপ্নজয়ী নারীকে সম্মানিত করা হয়। গেলোবারের সেই আয়োজনে দেশ ও প্রবাসের অর্ধ সহ¯্রাধিক নারী অতিথি অংশ নিয়েছিলেন। আয়োজকরা প্রত্যাশা করছেন এবারের আয়োজনও দেশ ও প্রবাসের সফল ও খ্যাতিমান নারীদের অংশগ্রহণে মুখরিত হবে।