অত্যাধুনিক এআই ফিচারঃ ২০-৩০ হাজার টাকা বাজেটের স্মার্টফোন

সিনিউজ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) রূপান্তরমূলক যাত্রার শুরু হয় ১৯৫০-এর দশকে। যাত্রার শুরু থেকেই এআই শিল্পখাত ও মানুষের দৈনন্দিন জীবনে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে; ফলে, সহজ থেকে আরও সহজতর হয়েছে মানুষের জীবনধারা। যেমন ধরুন – গ্রাহক সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চ্যাটবট। এখন খুব সহজেই তৎক্ষণাৎ চ্যাটবটের মাধ্যমে গ্রাহকের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের জীবনে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব অনস্বীকার্য ও অপরিসীম। স্রোতের সাথে তাল মিলিয়ে স্মার্টফোন খাতও এআই-এর সক্ষমতা কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে কাজ করে যাচ্ছে। ফলে, এআই ফিচার এখন আধুনিক স্মার্টফোনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ২০-৩০ হাজার টাকা বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে এমন কিছু শীর্ষ এআই ফিচার সম্বলিত স্মার্টফোনের তালিকা তুলে ধরা হলো স্মার্টফোনপ্রেমীদের জন্য।

টেকনো ক্যামন ৩০এস

ক্যামন ৩০এস ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, আইএমএক্স৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ক্যামন ৩০এস ফোনে আছে হেলিও জি১০০ প্রসেসর। এই ফোনে আরও রয়েছে ২৫৬জিবি রম, ১৬জিবি র‍্যাম (৮জিবি জিবি + ৮জিবি এক্সটেন্ডেড), আইপি৫৪ পানি ও ধুলো প্রতিরোধী ফিচার, ৬.৭৮” এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট উজ্জ্বলতা (ব্রাইটনেস)। এই ফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার, এআই স্কেচ এবং এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশ কিছু উন্নত এআই ফিচার রয়েছে; যার সাহায্যে উপভোগ করা যাবে দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা। এআই-এনআর এইচডিআর ভিডিও ব্যবহারকারীদের জন্য প্রো-লেভেল ভিডিও অভিজ্ঞতা প্রদান করে; অন্যদিকে, এআই টেক্সট অপ্টিমাইজার টেক্সটের ক্ষেত্রে আরও স্পষ্টতা নিশ্চিত করে। দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের জন্য এই ফোনে আরও আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার। এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯৯/- টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

রিয়েলমি ১২

রিয়েলমি ১২ ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম সম্বলিত এই ফোনের মূল্য মাত্র ২৯,৯৯৯ টাকা। সুবিশাল স্টোরেজ থাকায় ব্যবহারকারীরা যত খুশি ততো ছবি ও অন্যান্য তথ্য ফোনে রাখতে পারবেন। এই ফোনে এআই বুস্ট প্রযুক্তি, এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ, এআই ডুয়াল লাইট সেন্সর এবং এআই স্মার্ট চার্জিং (৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ) সহ বেশ কিছু এআই ফিচার রয়েছে; ফলে এই ডিভাইসটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযুক্ত একটি পছন্দ।

ভিভো ভি৪০ লাইট

৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি র‍্যাম সমৃদ্ধ এই ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে। বিভিন্ন এআই ফিচারের সাহায্যে ফোনটি অনবদ্য স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করে। ব্যবহারকারীদের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আরও আছে এআই থ্রিডি স্টুডিও লাইটিং, এআই অরা লাইট পোর্ট্রেট, এআই ইরেজ, এআই নিউরাল নেটওয়ার্ক ইউনিট, এআই সুপার লিঙ্ক, এআই-পাওয়ার্ড কানেক্টিভিটি এবং এআই ফাস্ট নেটওয়ার্ক সুবিধা। ভিভো ভি৪০ লাইটের মূল্য মাত্র ২৮,৯৯৯ টাকা।

অপো রেনো ১২এফ

অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি র‍্যাম সমৃদ্ধ এই ফোনটি ব্যবহারকারীদের জন্য ভালো পারফরম্যান্স নিশ্চিত করে। ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দিয়ে খুব সহজেই তোলা যাবে দুর্দান্ত সব ছবি। আরও ভালো স্ন্যাপশট নেওয়ার জন্য আছে এআই পোর্ট্রেট। ছবিগুলোকে আরও সুন্দর করে তুলতে, ব্যবহারকারীরা এআই ইরেজার ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই বেস্ট ফেস ও এআই স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ এর মতো বিভিন্ন এআই ফিচার ব্যবহার করতে পারবেন। এআই স্টুডিও ও এআই লিংক বুস্টের মতো অন্যান্য এআই ফিচার স্মার্টফোন অভিজ্ঞতাকে করে তুলবে আরও বেশি উপভোগ্য।

রিয়েলমি সি৭৫

এই মিড-রেঞ্জ ফোনটি ব্যবহারকারীদের জন্য ভালো একটি অপশন কারণ উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে বেশ কিছু এআই ফিচার রয়েছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন এই ফোনটিতে হেলিও জি৯২ প্রসেসর ব্যবহার করা হয়েছে; ফলে আপনি উপভোগ করতে পারবেন শক্তিশালী পারফরম্যান্স। এআই ক্লিয়ার ফেস, এআই স্মার্ট লুপ এবং এআই বুস্টের মতো বিভিন্ন এআই-সমর্থিত ফিচার স্মার্টফোন ব্যবহারকারীদের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। ডিভাইসটির দাম মাত্র ১৯,৯৯৯ টাকা।

স্পার্ক ৩০ প্রো

টিইউভি রাইনল্যান্ডের সনদপ্রাপ্ত স্পার্ক ৩০ প্রো ৫ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। এই ফোনের ৩৩ ওয়াট ফাস্ট চার্জ ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাহায্যে ৭০ মিনিটে ডিভাইসটিকে শূন্য থেকে শতভাগ চার্জ করতে পারবেন। ট্রান্সফর্মার্স রোবট থেকে অনুপ্রাণিত স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম স্পেশাল এডিশনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার, এআই আর্টবোর্ড এবং এআই চার্জিং সুরক্ষার মতো বিভিন্ন অত্যাধুনিক ফিচার রয়েছে। ৩X লসলেস অপটিক্যাল জুম সহ ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে তোলা যাবে নিখুঁত ও ঝকঝকে ছবি। স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম স্পেশাল এডিশন, অবসিডিয়ান এজ ও ম্যাজিক স্কিন গ্লোতে পাওয়া যাচ্ছে মাত্র ২০,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। আর এর বাম্বলবি স্পেশাল এডিশন, অ্যাস্ট্রাল আইস ও স্টেলার শ্যাডো কালার অপশনে পাওয়া যাবে মাত্র ১৭,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

শাওমি রেডমি নোট ১৪

এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩৩ ওয়াট টার্বো চার্জিং এবং মিডিয়াটেক হেলিও জি৯৯-আল্ট্রা প্রসেসর। এই ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য অসাধারণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। এই ফোনে এআই ইরেজ ও এআই স্কাই এর মতো বেশ কিছ ফিচার আছে; যা আপনাকে খারাপ আবহাওয়াতেও নিখুঁত ছবি তুলতে সাহায্য করবে। ব্যবহারকারীরা মাত্র ২৬,৯৯৯ টাকায় এই ফোনটি কিনতে পারবেন।

ক্যামন ৩০

এআই-সমর্থিত স্মার্টফোন ফটোগ্রাফি ও পারফরম্যান্সের জন্য পাওয়ার হাউস হিসেবে সমাদৃত ক্যামন ৩০ ফোনটি। ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেটআপ (ট্রিপল এআই ক্যামেরা) দিয়ে ব্যবহারকারীরা দিনে অথবা রাতে যেকোনো পরিস্থিতিতে উপভোগ করতে পারবেন দুর্দান্ত ক্যামেরা অভিজ্ঞতা। এই ফোনের অত্যাধুনিক এআই প্রযুক্তি সম্বলিত এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার, এআই স্কেচ এবং এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিন আপনার ছবি তোলার অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। এআই-সমর্থিত ক্যামেরা ফিচারের পাশাপাশি এই ফোনে আরও রয়েছে ৬.৭৮’’ এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। সারাদিনের সকল কাজের জন্য এ ডিভাইসে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ও ৭০ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা; এছাড়া, মাত্র ৪৫ মিনিটে শতভাগ চার্জ দেওয়া সম্ভব এই ডিভাইসটি। আইসল্যান্ড ব্যাসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই ফোনটি। ক্যামন ৩০ ফোনের ২৫৬ জিবি রম + ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) ভেরিয়েন্টের মূল্য মাত্র ২২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।