সিনিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় রূপায়ন সিটিতে সুপ্রশস্থ খেলার মাঠসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ড্যাফোডিল ফ্যামিলি। এ উপলক্ষে সম্প্রতি রূপায়ন গ্রæপ ও ড্যাফোডিল ফ্যামিলির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্বারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং রূপায়ন সিটি উত্তরার ভাইস চেয়ারম্যান মাহির আলি খান রাতুল। এ সময় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসান, ড্যাফোডিল কম্পিউটার্সের মহা ব্যবস্থাপক মো. জাফর আহমেদ পাটোয়ারী, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির প্রিন্সিপাল অধ্যাপক ড. সাখাওয়াত হোসাইন, রূপায়ন সিটির ডিএমডি মাহবুবুর রহমান, মহাব্যবস্থাপক রেজাউল করিম লিমন, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক বং অভিভাবকসহ আরো অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ নিশ্চিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তার সফলতার আরেকটি মাইলফলক স্থাপন করল। রূপায়ন সিটির চেয়ারম্যান বলেন, আমাদের রূপায়ন সিটিতে ড্যাফোডিল গ্রæপের একটি স্বনামধন্য স্কুল প্রতিষ্ঠার সুযোগ দিতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা এ স্কুলের উন্নয়ন নিশ্চিত করতে সার্বিক সহযোগিতার ক্ষেত্রে কোনো কার্পণ্য করব না।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন, এই ক্যাম্পাসেই শুরু হবে ইংলিশ মিডিয়াম ক্যাম্ব্রিজ কারিকুলামের আগামী শিক্ষাবর্ষ, যার প্রস্তুতি চলছে খুবই আড়ম্বরপূর্ণভাবে। তিনি আরো বলেন, শিক্ষাবান্ধব পরিবেশে সুশিক্ষা নিশ্চিত করতে এটি হবে ইংলিশ মিডিয়াম স্কুলের আদর্শ সেরা একটি বৃহৎ ক্যাম্পাস।