সিনিউজ ডেস্ক: সঙ্কটে থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অভিভাবকদের শিক্ষা ঋণ সহায়তায় ব্র্যাক ব্যাংকের আগামী ( স্টুডেন্ট ব্যাংকিং পরিসেবা) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে ৩ আগষ্ট ২০২২ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার মমিনুল হক মজুমদার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. নাদির বিন আলী। ব্র্যাক ব্যাংকের পক্ষে রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মহিউæল ইসলাম, রিটেউল ল্যান্ডিং এর মনিরুল ইসলাম রনি ও মহিলা ব্যাংকিং এর প্রধান মেহেরুবা রেজা উপস্থিত ছিলেন।
করোনা পরবর্তী বিশ^জুরে আর্থিক সংকটের কালে শিক্ষাজীবন গতিশীল রাখতে শিক্ষার্থীদের শিক্ষাঋণ দেওয়ার এ কার্যক্রম হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাল ইউনিভার্সিটি। ঋণসুবিধার পাশাপাশি শিক্ষাবৃত্তির দুয়ারও যথারীতি খোলা থাকছে শিক্ষার্থীদের জন্য। এই ঋণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের টিউশন ফি পরিশোধ করতে পারবেন। পরবর্তীতে বিভিন্ন মেয়াদী কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যাবে। এই শিক্ষাঋণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে গতিশীল, প্রাণবন্ত ও দুঃশ্চিন্তামুক্ত করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে।
প্রতিষ্ঠার সময় থেকেই শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানান সুযোগ-সুবিধা প্রদান করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামীতে এই ধারা আরো বেগবান হবে বলে কর্র্তৃপক্ষ দৃঢ় আশাবাদী।