সিনিউজ ডেস্ক:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে যুগোপযোগী চিন্তাশীলতা ও মানসিক উৎকর্ষ বৃদ্ধি এবং পুস্তক পাঠে আগ্রহী করে তোলার লক্ষ্যে রাজধানীর বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ ২৮ মার্চ তিন দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা ২০২৩’ উদ্বোধন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস যৌথভাবে এ মেলার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইব্রেরীয়ান ড. মোঃ মিলন খান ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক ও মাতৃভাষা প্রকাশ এর স্বত্তাধিকারি নেসার উদ্দিন আয়ুব।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ২৮ থেকে ৩০ মাচর্ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা পাঠক, প্রকাশক ও শুভানুধ্যায়ী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, ডিজিটাল ডিভাইসে বই পড়ার চেয়ে একটা বই হাতে নিয়ে পাতা উল্টে-পাল্টে পড়া অনেক আনন্দের। বই না পড়লে মনে হয় কী যেন হলো না, কি যেন জানলাম না। এই মেলা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রাণের মেলা। তিনি বলেন, একটি জাতি তখনই উন্নতি করতে পারে যদি তার ভাষা-সংস্কৃতিক উন্নতি হয়। আমাদের প্রতিটি আন্দোলনে আমাদের সংস্কৃতি সেবীদের অবদান রয়েছে। কবি, সাহিত্যিক, লেখক, সংস্কৃতিসেবী প্রত্যেকেই কিন্তু আমাদের আন্দোলন-সংগ্রাম এবং আমাদের অর্জনের পেছনে অবদান রেখে গেছেন। তিনি আরো বলেন, আমরা সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে যত বেশি আকর্ষণ করতে পারব, তত বেশি তরুণ প্রজন্মকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারব। সেই সঙ্গে তাদের যথাযথ মেধার বিকাশও করবে।