বাংলাদেশে লেনোভোর নতুন এআই পাওয়ারড এলওকিউ গেমিং ল্যাপটপ

সিনিউজ ডেস্ক: লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো এআই পাওয়ারড এলওকিউ (83DV00K2LK) গেমিং ল্যাপটপ। গেমিং এর ক্ষেত্রে স্মুথ এক অভিজ্ঞতা দিতে এই ল্যাপটপে এআই পাওয়ার ব্যবহার করা হয়েছে।

১৪ তম জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে ইন্টেল কোর আই সেভেন ৩.৯ – ৫.৫ গিগাহার্জ বিশিষ্ট – ১৪৭০০এইচএক্স প্রসেসর, ১৬ জিবি ডিডিআরফাইভ ৫৬০০ মেগাহার্জ র‍্যাম এবং ১ টেরাবাইট জেন ৪ এসএসডি ও এক্সট্রা এসএসডি স্লট যা নিরবিচ্ছিন্ন গতি ও পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। ১৪৪হার্জ রিফ্রেশ রেট যুক্ত ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১০০% এসআরজিবি কালার, এন্টি গ্লেয়ার এবং চোখকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার।

গ্রাফিক্স কার্ড হিসেবে ল্যাপটপটিতে এনভিডিয়া আরটিএক্স ৪০৬০ ৮জিবি জিডিডিআর-সিক্স ব্যবহার করা হয়েছে যা জি-সিঙ্ক প্রযুক্তি সমর্থন করে। উন্নত কর্মক্ষমতার জন্য জিপিইউ তে ২৩৩ এআই টপস ব্যবহার করা হয়েছে যা গেমিং এবং গ্রাফিক্স এর কর্মক্ষমতায় নতুন এক মাত্রা যোগ করবে। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে এআই চিপ: এলএ১, নাহিমিক অডিও, গোপনীয়তা রক্ষার জন্য ই-শাটারযুক্ত ৭২০পি এইচডি ক্যামেরা, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ফোর-জোন আরজিবি ব্যাকলিট কী-বোর্ড সহ আরও নানা ফিচার।

অফিসিয়াল উইন্ডোজ ১১ হোম সংস্করণ এর সাথে নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড টেস্টেড অর্থাৎ এটি বালি, কম্পন, ধূলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম  হবে। উচ্চগতির নেটওয়ার্কের জন্য রয়েছে আরজে৪৫ ইথারনেট পোর্টের সুবিধা রয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করতে ৬০ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ২৩০ ওয়াটের স্লিম টীপ অ্যাডাপ্টার এই ল্যাপটপে দেওয়া হয়েছে যা পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।

২বছরের ওয়্যারেন্টি সুবিধাসহ লেনোভো এই এলওকিউ ল্যাপটপটির দাম হচ্ছে ১৯০০০০/- টাকা যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01977476499

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।