সিনিউজ ডেস্ক: বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৩-এ ‘ফিনটেক ইনোভেশন অফ দ্য ইয়ার (এনবিএফআই)’ ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি অর্জন করেছে আইপিডিসি ফাইন্যান্স-এর কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যাপ ‘আইপিডিসি ইজি’। এই ক্যাটাগরিতে প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারে পণ্য ও সেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনা কাজের স্বীকৃতি প্রদান করা হয়। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক পুরস্কারটি তুলে দেন আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম-এর হাতে। উল্লেখ্য, আইপিডিসি ইজি ‘ডিজিটাল লেন্ডিং’ ক্যাটাগরিতেও বিশেষ সম্মাননা লাভ করেছে।
ফিনটেক ইনোভেশন ক্যাটাগরিতে ‘আইপিডিসি ইজি’কে চিহ্নিত করা হয়েছে এমন একটি অ্যাপ হিসেবে যা কিনা কনজ্যুমার ফাইন্যান্স ক্ষেত্রটিকেই একটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় পণ্যের সুপরিকল্পিত ক্রয় অভ্যাসকে দারুণভাবে গড়ে তুলছে। এর মূলে রয়েছে ‘বাই নাও পে লেটার’ ধারণাটির সুচারু বাস্তবায়ন। ‘ইজি’ প্ল্যাটফর্মটি কোনো কার্ড ছাড়াই ০% ইএমআই-তে প্রয়োজনীয় পণ্য যেমন ইলেক্ট্রনিক পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, আসবাবপত্র ও ট্রাভেল প্যাকেজ কেনার সুযোগ করে দিচ্ছে। এই ধরণের পণ্য ক্রয়ের ক্ষেত্রে আজকের বাংলাদেশের ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মোক্ষম কনজ্যুমার ফাইন্যান্সিং ব্যবস্থার যে অপ্রতুলতা, আইপিডিসি ইজি তাতে এক ইতিবাচক পরিবর্তন। ক্রেডিট কার্ড ছাড়াই উল্লেখিত পণ্যগুলোকে ইন্টারেস্টবিহীন লোনে ক্রয়ের সুবিধা প্রদান করে আইপিডিসি ইজি একই সাথে দেশের মানুষের কাঙ্ক্ষিত জীবনযাত্রার মান অর্জনে সহযোগী হচ্ছে, আবার আইপিডিসি’র জন্য নতুন গ্রাহক আনয়নের একটি দুয়ার হয়ে প্রতিষ্ঠানটির প্রচলিত সেবা তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগও করে দিচ্ছে। এভাবে ফিনটেকের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক করে তুলতে অবদান রাখা উদ্যোগ ও ও প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি প্রদান করে ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড’।
আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মমিনুল ইসলাম ‘ইজি’র এই স্বীকৃতিপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, “আইপিডিসি সবসময় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার করে জীবনমান উন্নয়নের সেবা প্রদানের চেষ্টা করে আসছে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে সঙ্গতিপূর্ণ আর্থিক সেবা এখন সময়ের দাবি। আর্থিক সেবাকে নতুন মাত্রা দিতে এবং দেশের মানুষের জীবনমানে অর্থবহ পরিবর্তন আনতে আইপিডিসি’র যে নিরন্তর প্রচেষ্টা ও প্রতিশ্রুতি, এই স্বীকৃতি তারই সাক্ষ্য বহন করে। আইপিডিসি ইজি শুধু একটি অ্যাপই না, বরং দেশের মানুষকে সক্ষমতা প্রদানে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেগবান করতে এবং কনজ্যুমার ফাইন্যান্সিং-এর চিত্রপটকে পুনঃসংজ্ঞায়নে একটি উদ্ভাবনী প্রয়াস। এই স্বীকৃতিটি পেয়ে আমরা সত্যিই সম্মানিত বোধ করছি এবং একই উদ্যমে আর্থিক সেবাখাতকে এগিয়ে নিয়ে যাওয়ার তাড়না অনুভব করছি।”
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২১-এ ‘আইপিডিসি ডানা’ প্ল্যাটফর্মের জন্য স্বীকৃতি লাভ করেছিলো আইপিডিসি। দেশের ক্ষুদ্র রিটেইলারদের আর্থিক সেবাখাতে অন্তর্ভুক্ত করতে ‘আইপিডিসি ডানা’ অসামান্য অবদান রেখে আসছে।