সিনিউজ ডেস্ক: দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি ফিফা বিশ্বকাপ কাতার ২০২২TM–এর সবগুলো ম্যাচ লাইভস্ট্রিম করবে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ডিজিটাল ডিভাইসে সুবিধামতো বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাবেন। দেশের ফুটবল প্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে টফি-তে বিশ্বকাপের ম্যাচগুলির সরাসরি দেখতে পারবেন।
টফি অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া এর ওয়েবসাইট https://toffeelive.com/ এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলি।
টফি-এর ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বকাপের সময় উৎসবের আমেজে মেতে উঠে। ফুটবল ভক্তরা যাতে খেলা দেখার সেরা অভিজ্ঞতা পান, তা নিশ্চিত করতে আমরা টফি-তে বিশ্বকাপ নিয়ে এসেছি। তারা যেকোনো সময় যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের সব ম্যাচের মানসম্পন্ন স্ট্রিমিং উপভোগ করতে পারবে।”
৭০ লক্ষের মাসিক সক্রিয় ব্যবহারকারীসহ টফি দর্শকদের ডিজিটাল বিনোদনের উন্নততর অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।