সিনিউজ ডেস্ক: গত ১৩ই অক্টোবর ২০২২, এসএসএল ওয়্যারলেস এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এর প্রধান কার্যালয়, বিদ্যুৎ ভবন, ঢাকা-এ অনুষ্ঠিত হয়।
এই চুক্তির অধীনে, এসএসএল ওয়্যারলেস বিপিডিবি-কে প্রি-পেইড মিটার ভেন্ডিং পরিষেবার জন্য পেমেন্ট প্ল্যাটফর্ম প্রদান করবে। এসএসএল ওয়্যারলেস-এর গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী এবং বিপিডিবির প্রি-পেইড মিটারিং সিস্টেম অধিদপ্তরের পরিচালক মৃগাঙ্ক মোহন পালের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএল ওয়্যারলেস-এর পক্ষ থেকে শাহজাদা রেদওয়ান, পরিচালক ও সি.টি.ও.; মহিউদ্দিন তৌফিক, ব্যাংকিং ও আর্থিক পরিষেবার প্রধান এবং বিপিডিবির পক্ষ থেকে মোঃ গোলাম মর্তুজা, উপ-মহাব্যবস্থাপক, কমার্শিয়াল অপারেশন; মানিক চন্দ্র ঘোষ, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, ঢাকা কম্পিউটার সেন্টার সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।