স্কাইপেতে এবার গ্রুপ ভিডিও কলিং
এবার নিয়ে আসা হচ্ছে স্কাইপেতে গ্রুপ ভিডিও কলিং সিস্টেম। ২০০৬ সালে মাইক্রোসফট তাদের স্কাইপে সফটওয়্যারটিতে নিয়ে এসেছিল ভিডিও কলিং ফিচার, যার মাধ্যমে পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে ফ্রিতে ভিডিও কল করার সুবিধা পাওয়া যাবে। তারপর থেকে ডেস্কটপ ও ল্যাপটপে স্কাইপের মাধ্যমে বিনা মূল্যে ভিডিও কলিং করার সুবিধা পেয়ে আসছে অনেকে। এরপর ২০১০ সালে এই ফিচারটি মোবাইলে নিয়ে আসা হয়। বর্তমানে গোটা বিশ্বে ৭৫০ বিলিয়নের বেশি মানুষ তাদের মোবাইল ডিভাইসে যেমন অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, আইফোন এবং আইপ্যাডে স্কাইপে ব্যবহার করছে।
ইতোমধ্যে স্কাইপের প্রায় ২ ট্রিলিয়ন মিনিট ভিডিও কলিং করা হয়েছে বলে নিজেদের ব্লগে জানিয়েছে স্কাইপে কর্তৃপক্ষ। পাশাপাশি স্কাইপের ভিডিও কলিং ফিচারের এক দশক পূর্তি উপলক্ষে মোবাইল ইউজারদের জন্য স্কাইপেতে ভিডিও কলিংয়ে নতুন ফিচার হিসেবে ‘গ্রুপ ভিডিও কলিং’ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্কাইপে কর্তৃপক্ষ। খুব শিগগির অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, আইফোন এবং আইপ্যাডের জন্য স্কাইপে অ্যাপটিতে গ্রুপ ভিডিও কলিং সুবিধা নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
সিনিউজভয়েস/ডেক্স