সার্টিফায়েড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রশিক্ষণ এখন আইবিসিএস- প্রাইমেক্সে
আইটি শিল্পকারখানায় এবং টেলিকম প্রতিষ্ঠানে ব্যাপক চাহিদার রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপারের।
দক্ষ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান আইবিসিএস-প্রাইমেক্স।
আইবিসিএস-প্রাইমেক্স অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্টিফায়েড কোর্সের অথরাইজড পার্টনার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ৬০ ঘন্টা মেয়াদী এই কোর্সটির মধ্যে জাভা ফান্ডামেন্টালস অর্ন্তভুক্ত থাকবে।
কোর্স শেষে ভেন্ডর এক্সাম অংশগ্রহণ করে সার্টিফায়েড ডেভেলপার হিসেবে জব মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ হবে। কোর্সটির প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন সার্টিফায়েড এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষক। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৭১৩৩৯৭৫৬৭-৮।
– সিনিউজভয়েস ডেস্ক
Please Share This Post.
Muchas gracias. ?Como puedo iniciar sesion?