পিসির বাজারে বিশ্বসেরা এইচপি
বিশ্বের পার্সোনাল কম্পিউটার (পিসি) বাজারে শীর্ষে এখন অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি)।
এপ্রিলে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)-এর প্রতিবেদন এ চিত্র উঠে আসে।
আইডিসির তথ্যে দেখা যায়, বাজার সরবরাহে ২০১৭ সালের প্রথম প্রান্তিকে এইচপির দখল দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। আর এই দখলে অবস্থান তালিকায় এক নম্বরে জাগয়া পায় ব্র্যান্ডটি।
বিগত পাঁচ বছর ধরে ধুঁকতে থাকা পিসি বাজারে গতি এসেছে ২০১৭ সালের শুরুতে। বছরটির প্রথম প্রান্তিকেই পিসির এই সরবরাহ বেড়েছে ১ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, এই ১ শতাংশ বৃদ্ধির কারণে পিসি সরবরাহ দাঁড়িয়েছে ৬ কোটি ইউনিটের বেশি। যদিও ২০১১ সালের একই সময়ে এটি ছিল ৮ কোটি ৫০ লাখ ইউনিট।
তথ্যসূত্র : টেকশহর ডটকম
Please Share This Post.