গেইল-অ্যালেক্সের হাত ধরে দেশে নকিয়া ৮.১
নকিয়া ফোনের ফ্ল্যাগশিপ রেঞ্জে নতুন সংযোজন নকিয়া ৮.১ এর আত্মপ্রকাশ ঘোষণা করেছে। সম্প্রতি রংপুর রাইডার্সের তারকা খেলোয়াড় ক্রিস গেইল এবং আ্যালেক্স হেইলস নকিয়া ৮.১ ফোনটি উন্মোচন করেন।
প্রসেসিং পাওয়ার এবং অত্যন্ত সংবেদনশীল নেতৃত্বস্থানীয় ক্যামেরা সেন্সর, জেডইআইএসএস অপটিক্স এবং অপটিক্যাল ইমেজ স্থিরকরণ (ওআইএস )এর সাহায্যে ইমেজিং এর মাধ্যমে নকিয়া ৮.১ তার প্রতিযোগীদের চেয়ে অনেক এগিয়ে।
ফোনটিতে রয়েছে ৬.১৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং দুই দিনের ব্যাটারি লাইফ। এগুলো সবই একটি সমসাময়িক প্যাকেজে আসে, যা নকিয়া স্মার্টফোনের কারিগরি সামর্থ্যরে কাছে প্রত্যাশিত। সর্বশেষ অ্যান্ড্রয়েড সফটওয়্যার পরিচালিত অ্যান্ড্রয়েড ৯ পাই সুবিধা দিচ্ছে নকিয়া ৮.১। সেরা অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।
ফোনটি – ব্লু / সিলভার, স্টিল / কপার এবং আইরন / স্টিল কালারে পাওয়া যাবে। ফেব্রুয়ারির শুরু থেকে ৪৪,০০০ টাকা দামে ফোনটি কেনা যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবালের হেড অব মার্কেটিং ফারহান রশিদ, মার্কেটিং লিড ইফফাত জহুর এবং ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির ।
-সিনিউজভয়েস/জিডিটি৩ফে/১৯