ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর প্রেক্ষাপটে নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ হাজার মাস্ক বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভলান্টিয়ার ক্লাব। গতকাল মঙ্গলবার রাজধানী ও এর আশেপাশের জনবহুল ও বস্তি এলাকায় আমার ফার্মা লিমিটেডের সৌজনে এসব মাস্ক বিতরণ করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার মো. রোকনুজ্জামান রোমান ও সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদশার নেতৃত্বে ভলান্টিয়ার ক্লাবের একদল তরুণ-তরুণী এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
সারা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে অশঙ্কা করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের ‘নো মাস্ক নো সার্ভিস’ শ্লোগানকে বেগবান করতে এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে নিম্ন আয়ের মানুষরা কোভিড-১৯ এর আশু বিপদ থেকে নিজেদেরকে কিছুটা হলেও রক্ষা করতে পারবে।