কেনার আগেই ডেল গেমিং ল্যাপটপ ব্যবহারের সুবিধা
গেমারদের জন্য সবসময় নতুন এবং উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করে ডেল বাংলাদেশ। এরই প্রেক্ষিতে এবার ডেল বাংলাদেশ নিয়ে এলো ২ মাসব্যাপী ডেল গেমিং কর্ণার।
এই কর্ণার এর মাধ্যমে ডেল গেমিং ল্যাপটপগুলো কেনার আগেই গেমাররা গেম খেলে পরখ করে দেখতে পারবে। ডেল গেমিং ল্যাপটপের সম্পূর্ণ অভিজ্ঞতা নিতে পারবে।
ডেল বাংলাদেশ মনে করে, প্রত্যেক গেমার এর রয়েছে ভিন্ন প্রয়োজন এবং ভিন্ন ভিন্ন চয়েজ। কাস্টমার ওরিয়েন্টেড কোম্পানি হওয়ার দরুন ডেল গেমারদের এসব চাহিদা পূরণে সচেষ্ট।
কাস্টমারদের চাহিদা অনুযায়ী ডেল বাংলাদেশ প্রথম এই কর্ণার চালু করলো। এই গেমিং কর্ণার প্রাথমিকভাবে ২ মাসব্যাপী চলবে ৩১ আগস্ট ২০১৭ পর্যন্ত। গ্রাহকদের চাহিদা অনুযায়ী এটা বাড়ানো হতে পারে। বিভিন্ন বয়সের এবং বিভিন্ন গেমাররা এতে অংশ নিতে পারে।
ঢাকার আইডিবির রায়ান্স কম্পিউটার এবং মাল্টিপ্লান এর স্টারটেক এ এই কর্ণার বসানো হয়েছে। সপ্তাহের ছুটির দিনগুলোতে গেমাররা গেম খেলে জিতে নিতে পারবে আকর্ষণীয় গিফট।
– সিনিউজভয়েস ডেস্ক