ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি হ্যাকড
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। রোববার দুপুর থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তাহের মো. মহিদুল হক বলেন, ‘দুপুর থেকে মন্ত্রীর ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। এটি হ্যাক হয়েছে বলে মনে করছি।’
তিনি বলেন, যে আইডটি হ্যাক হয়েছে এইটি ভেরিফাইড ছিল। আইডি উদ্ধারে তারা কাজও করছেন। সবশেষ একদিন আগে তার আইডিতে তিনি (মন্ত্রী) ঢুকেছিলেন। এছাড়া তার নামে অন্তত ৫টি ফেইক আইডি রয়েছে। যেগুলোতে হাজার হাজার ফলোয়ার দেখা যায়। তবে তিনি কেবল তার ফেরিফাইড আইডিটি ব্যবহার করেন।
ওবায়দুল কাদের দৈনন্দিন কর্মকাণ্ডের ছবি বেশিরভাগ সময় শেয়ার করেন তার নিজের ফেরিফাইড আইডিতে।
সিনিউজভয়েস//ডেস্ক/
Please Share This Post.